০৮ জুলাই ২০১৭ তারিখে চাষী পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প (২য় পর্যায়), কৃষি সম্প্রসারণ দপ্তর, খামারবাড়ি, ফার্মগেট, ঢাকা-এর আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের এনসিডিপি হলরুমে রাজশাহী অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে দিন ব্যাপী “বার্ষিক কর্মপরিকল্পনা শীর্ষক”- আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
দিন ব্যাপী কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের সম্মানিত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুর হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাষী পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্প (২য় পর্যায়)-এর প্রকল্প পরিচালক কৃষিবিদ জনাব ছারওয়ার জাহান । কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের সম্মানিত উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ জয়নাল আবেদীন ।
প্রধান অতিথি বলেন, বীজ হতে হবে মান সম্মত। সুস্থ-সবল রোগমুক্ত ও উচ্চ ফলনশীল বীজ না হলে কোন ফসলের উৎপাদন আশানুরূপ হবে না। নিজের বীজ নিজে উৎপাদন, সংরক্ষণ ও অন্যান্য কৃষকদের মাঝে বিতরণে সচেষ্ট হতে হবে। তিনি বীজ শিল্প উন্নয়নে কৃষি ক্লাব এবং দল গঠনের মাধ্যমে বীজ উৎপাদনের ওপর জোর প্রদান করেন। তিনি আরো বলেন ভাল বীজ হলেই আমরা অর্জিত খাদ্য নিরাপত্তা ধরে রাখতে পারবো এবং এই ধারা অব্যহত থাকবে।
কর্মশালায় চার জেলার উপপরিচালক সহ জেলার অন্যান্য কর্মকর্তা মিলে নিজ জেলায় কি পরিমান ধান, গম এবং পাট বীজ স্থানীয় কৃষকের মাধ্যমে উৎপাদন করা যাবে, এর ওপর উপস্থাপনা প্রস্তুত করেন। পরিশেষে এগুলি সকলের মাঝে উপস্থাপনা করা হয় এবং মতামত প্রদান করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও জেলা বীজ প্রত্যয়ন এজেন্সী, বি এ ডি সি, কৃষি তথ্য সার্ভিস, বিএমডিএ, হর্টিকালচার সেন্টার, ধান গবেষণা, গম গবেষণা, ফল গবেষণা, এসআরডিআই সহ প্রায় ৮০ জন কর্মকর্তা কর্মশালায় উপস্থিত ছিলেন।